
Scout Skills Upazila Scout Camp-2019
স্কীল হলো দক্ষতা,স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জ বা দক্ষতা দেখাতে হয়,আর স্কাউট স্কীলে স্কাউটরা পাইওনিয়ারিং,প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে ব্যাপক ধারনা লাভ করে থাকে,তারা বিভিন্ন ব্যান্ডেজ সম্পর্কে শিখতে পারে,এবং ব্যান্ডেজের ব্যাবহার জানতে পারে,আর পাইওনিয়ারিং এ স্কাউটরা দড়ির এবং বাশেঁর সাহায্যে বিভিন্ন ল্যাশিং,গেরো,গ্যাজেট ইত্যাদি শিখতে পারে,এবং তার ব্যাবহার ও জানতে পারে।