
প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের ওয়ার্কশপ ক্যাম্প - ২০১৮
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের তিন দিন ব্যাপী আয়োজিত কুমিল্লার লালমাই স্কাউট টেনিং সেন্টারে আয়োজন করা হয়েছে, এ ওয়ার্কশপে ২০১৭ সালের পিএস মূল্যায়ন ক্যাম্পে অংশকারী পিএসরা অংশ নেয়, এ ক্যাম্পে অনেক কিছু শিখতে পারবে,এবং কিভাবে পিএস অ্যাওয়ার্ড অর্জন করা যাবে সেই সম্পর্কে ধারনা দেওয়া হবে।