Profile picture for user tahmidah
Bangladesh

পবিত্র ওরশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

পবিত্র ওরশ মোবারক উপলক্ষে অগ্নিবীণা স্কাউট গ্রুপের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প শুরু হযরত শাহ পীর কল্লাহ শহীদ (রহ.) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ১০ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়েছে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত মেডিকেল ক্যাম্প।
প্রথম দিন ১০ আগস্ট ২০২৫ থেকেই ক্যাম্পে চিকিৎসা নিতে আসছেন অসংখ্য মানুষ। প্রশিক্ষিত মেডিকেল টিম, প্রাথমিক ওষুধ, স্বাস্থ্য পরামর্শ এবং স্কাউট সদস্যদের আন্তরিক সেবায় রোগীরা পাচ্ছেন প্রয়োজনীয় সহায়তা। আজ চলছে কার্যক্রমের ১ম দিন। এই মেডিকেল ক্যাম্প চলবে ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত। অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের প্রতিশ্রুতি দায়িত্বে দৃঢ়, সেবায় নিরলস; মানুষের পাশে সবসময়।
ক্যাম্পে ছিল রোগীদের দীর্ঘ লাইন, এবং অনেকে চিকিৎসা গ্রহণ করে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার সাথে ক্যাম্প ত্যাগ করেন। এই মেডিকেল ক্যাম্প চলবে আগামী ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত। অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের বিশ্বাস “মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রকৃত সাফল্য।”
Number of participants
1
Service hours
6
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Health lifestyles
Healthy Planet

Share via

Share