Profile picture for user tarikur rahman
Bangladesh

বন্যার্তদের পাশে আমরা

আলহামদুলিল্লাহ, আমাদের অনুপ্রেরণার মূল উৎস হলো মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো। বন্যার মতো দুর্যোগে অনেক পরিবার খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়ে। আমাদের চারপাশের কষ্ট দেখে, মানবিক দায়িত্ববোধ থেকেই এই প্রকল্প শুরু করার প্রেরণা পেয়েছি। এছাড়া, আমাদের স্কাউট গ্রুপ সবসময় সমাজসেবামূলক কাজে অংশ নিতে চায়—এই প্রকল্প তারই একটি ধারাবাহিকতা।
আমরা প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রথমে দুর্গত এলাকার অবস্থা সরেজমিনে পরিদর্শন করি। এরপর স্থানীয় ব্যবসায়ী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তা সংগ্রহ করি। সংগৃহীত অর্থ ও সামগ্রী দিয়ে ত্রাণ প্যাকেট তৈরি করা হয়। স্কাউট দলের সদস্যরা পরিকল্পনা অনুযায়ী দুর্গত এলাকায় গিয়ে মানুষের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছে। প্রতিটি ধাপে আমরা স্বেচ্ছাসেবক দলকে সক্রিয় রেখেছি যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
প্রকল্পটি আমাদের শিখিয়েছে যে, মানবিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার মাধ্যমে আমরা বাস্তব জীবনের সমস্যার সমাধানে কার্যকরভাবে অবদান রাখতে পারি। এটি আমাদের দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, পরিকল্পনা ও সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করার দক্ষতা, এবং দুর্যোগকালে মানুষের প্রতি সহমর্মিতা ও সহায়তার মান উন্নয়নের শিক্ষা দিয়েছে।
Started Ended
Number of participants
40
Service hours
480
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Health lifestyles
Peacebuilding
Humanitarian action

Share via

Share