
6th Barura Upazila scout camp - 2019
সমাবেশ বা ক্যাম্প হচ্ছে স্কাউটদের মিলন মেলা,স্কাউট সমাবেশ চার বছর পর পর হয়ে থাকে,যা ক্যাম্পে বিভিন জায়গার স্কাউটসরা এসে মিলিত হয়,তারা সমাবেশ স্থানে তাঁবু টাঙ্গিয়ে তারা সেখানে অবস্থান করে,আর স্কাউট স্কাউটিং বিভিন্ন চ্যালেঞ্জে অংশ গ্রহন করে থাকে তাতে করে তারা মুক্তাঙ্গনে এসে অনেক কিছু শিখতে পারে, এবং তাদের বিভিন্ন বাধা ও মোকাবেলা করতে হয়।এই হচ্ছে সমাবেশ বা ক্যাম্প।