APR জাম্বুরি, গাজীপুরে
গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত ১৯-২৭ জানুয়ারী ২০২৩ অনুষ্ঠিত ৩২ তম এসিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরী ও ১১ তম বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সহ জাপান, কোরিয়া,নেপাল,ফিলিপাইন সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে স্কাউট প্রেমি বন্ধুরা এই ক্যাম্প এ অংশগ্রহণ করে। আমি অই ক্যাম্প এ একজন সেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পাই। যার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি এবং অনেক বিদেশি বন্ধুদের সাথে পরিচিত হই।
Location
Topics
Communications and Scouting Profile
Clean Energy
Nature and Biodiversity
SDGS