লকডাউনে এতিম শিক্ষার্থী, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
Profile picture for user Jubair Bin Mokles_1
Bangladesh

লকডাউনে এতিম শিক্ষার্থী, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন ঝিকরগাছার পর এবার কেশবপুর বাসীর পাশে দাড়িয়েছেন।  মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ও এতিমখানা’র শিক্ষার্থী ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে। এসময় মাদরাসার ৪৮জন শিক্ষার্থী এবং ১০২জন কর্মহীন মানুষের মাঝে প্রতিটি প্যাকেটে আলু, পিয়াজ, সয়াবিন তেল, ডাল, লাচ্চা প্যাকেট সেমাই, সাধারণ প্যাকেট সেমাই, চিনি, লবন, নুডুলস, ডালদা, প্যাকেট গুড়া দুধ, কিচমিচ ও বাদাম  খাদ্য সহায়তা হিসাবে প্রদান করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান। বাগদহা মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ও এতিমখানার সভাপতি মোঃ সাহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর পলাশ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান এবং পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ। এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা প্রধান আব্দুল হামিদ, পেন ফাউন্ডেশনের কনসালটেন্ট বিশিষ্ট কবি মোঃ টিপু সুলতান, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস ও স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেডিডেন্ট্’স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, ঝিকরগাছার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলিম, সাফওয়ান ইবনে ইমদাদ সহ আরও অনেকে। উল্লেখ্য, সিআরআই-জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসোবী প্রতিষ্ঠান পেন ফাউন্ডেশন মহামারী করোনাকালীন সময়ে কর্মহীন, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, তরকারী, ঈদ সামগ্রী, নগদ অর্থ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিডিং পাউডার এবং সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোশাক ও শিশু খাদ্য নিয়মিত বিতরণ করে যাচ্ছে।

Number of participants
20
Service hours
120
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Partnerships
Good Governance
Growth
Global Support Assessment Tool
Communications and Scouting Profile

Share via

Share