এসকেএস ফাউন্ডেশন ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং পি ডাব্লিউ ডি এর ব্যবস্থাপনায় সিরাজগন্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন ক্ষ্তিগ্রস্থ ২৭৫টি অসহায় পরিবার এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসকেএস ফাউন্ডেশন ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং পি ডাব্লিউ ডি এর ব্যবস্থাপনায় সিরাজগন্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন ক্ষ্তিগ্রস্থ ২৭৫টি অসহায় পরিবার এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী এর মধ্যে ছিল:
চাল-৪০ কেজি
মুগ ডাল -৪.৫ কেজি
মশুর ডাল -৪.৫ কেজি
বুট ডাল-৪.৫ কেজি
তেল-৪.৫ কেজি
চিড়া-২.২৫ কেজি
লবণ-১ কেজি
চিনি-১ কেজি
খাদ্য সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব মো: রহমত উল্লাহ, কাওয়াকোলা ইউনিয়ন এর চেয়ারম্যান মো: আব্দুল আলীম, পি ডাব্লিউ ডি নির্বাহী পরিচালক হুসনে আরা জলি এবং পি ডাব্লিউ ডি কর্মকর্তাবৃন্দসহ।
সার্বিক সহযোগিতায়: সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগন্জ।