“হাইকিং ২০২৫”

হাইকিং - ২০২৫ এটি নয়নাভিরাম উথমাছড়া–তুড়ুংছড়া–ভোলাগঞ্জে অনুষ্ঠিত হয় । এই স্থানগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং হাইকিংয়ের জন্য চ্যালেঞ্জিং ভূখণ্ড হিসেবে পরিচিত, যা অংশগ্রহণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বয়ে আনে। যেখানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন স্তরের রোভার, গার্ল-ইন রোভার এবং প্রাক্তন রোভারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন । উল্লেখ্য , হাইকিং প্রোগ্রামের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি প্রফেসর শেখ আশরাফুর রহমান মহোদয় । এছাড়াও, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক জনাব আমজাদ হোসেন এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী । প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও দুঃসাহসিক ও শিক্ষামূলক এই হাইকিংয়ের মূল উদ্দেশ্য ছিল রোভার ও গার্ল-ইন রোভারদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, শারীরিক সহনশীলতা এবং দলগত সংহতি বৃদ্ধি করা।
Number of participants
80
Youth development hours
4
Location
Topics
Youth Engagement
Inner peace and spirituality
Interpersonal skills

Share via

Share