শীতে কম্বল বিতরণ
শীত কালে হাড় কাঁপানো প্রচণ্ড ঠাণ্ডা।
এতে সকলে শীত এর কষ্ট সহ্য করতে হয়।
এই ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র গরম কাপড়।
সেই থেকে আমরা কম্বল বিতরণ এর প্রকল্প টি বাস্তবায়ন করি
আমি আমার ইউনিট এর RSL স্যার এর সহযোগিতার মাধ্যমে পথচারী ও গরীব দের কম্বল বিতরণ প্রকল্প কার্যকর করেছিলাম।
এতে আমাদের প্রতিষ্ঠান এর প্রিন্সিপাল ও অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন
আমি সহ আমার স্কাউট বন্ধু সবাই মিলে এটা তে কাজ করেছিলাম।
আমরা কম্বল বিতরণ এর মাধ্যমে শিখেছি স্কাউট সকলে সকলের বন্ধুঃ।
আমরা যখন শীত এ কষ্ট পাবা ব্যাক্তি দের শীত বস্ত্র বিতরণ করি তখন তারা অনেক খুশি হয়েছিল।
এটা অনেক ভালো লেগেছিল আমাদের
আমরা অনেক আশা ও শক্তি সঞ্চয় করি এতে।