Profile picture for user scoutashik112
Bangladesh

রাস্তা মেরামতে সাহায্য করা

সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪ সালের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল "প্রত্যেকে মরা অপরের তরে" । এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল সামাজিক উন্নয়ন বিষয়ক কাজ। এই ইভেন্টে সকল স্কাউটরা বিভিন্ন সমাজ উন্নয়ন বিষয়ক কাজে সাহায্য করেছিল। এই রকম একটি কাজ হলো রাস্তা মেরামত করা। এই রাস্তা মেরামত কাজ স্কাউটরা প্রায় ৫ কিলোমিটার রাস্তা মেরামত করেছিল।
গত ৫ মার্চ সকাল ১০ সময় গাজীপুরের একটি রাস্তা মেরামত কাজ করা হয়। এই সময় প্রায় ২০০০ স্কাউট সদস্য এই কাজে সাহায্য করেছিল। তাদের মধ্যে আমিও ছিলাম একজন। আমরা প্রায় ৫ কিলোমিটার রাস্তা মেরামত করেছিলাম। আমাদের কাজ দেখে উৎসাহিত হয়ে গ্রামের সাধারণ আমাদের কে সাহায্য করতে এগিয়ে এসে ছিল। তাদের সাহায্যে আমাদের কাজ অনেক দ্রুত সম্পাধন হয়ে ছিল। এতে এলাকা বাসী চলাচলের যেই সমস্যা ছিল টা দূর হয়ে ছিল। সাধারণ মানুষ অনেক বেশি খুশি হয়ে ছিল আমাদের এই মহৎ কর্মকাণ্ড দেখে।
কাজের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়ে ছিল। আমাদের এই কাজ দেখে সাধারণ মানুষ অনুপ্রাণিত হতে পারে যে নিজেদের আশে পাশের এলাকা নিজেদের অবস্থান থেকে ঠিক করে নিতে হবে। কারণ তাদের এই কাজ তাদেরকেই ভালো ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করবে।
Number of participants
1
Service hours
4
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Civic engagement
Inner peace and spirituality
Communications and Scouting Profile

Share via

Share