রাস্তা মেরামত ও বৃক্ষ রোপণ
সুবর্ণ জয়ন্তী রোভার মুট ২০২৪ এর একটি চ্যালেন্জ এর নাম হচ্ছে প্রত্যেক এ মোরা পরের তরে। অর্থ্যাৎ এই চ্যালেন্জ এর মধ্যেমে আমরা একটি গ্রামে যাই। এবং সেখানকার ভাঙা রাস্তা গুলো আমরা মেরামত করি। মাটি দিয়ে উচু করে দেই।যার ফলে গ্রাম বাসির মতই চলাচল করতে সুবিধা হয়। এবং একই সাথে রাস্তার পাশে বৃক্ষ রোপণ করি। যেন পুনরায় রাস্তা ধসে না যায়
এই প্রজেক্ট এর মধ্যেমে একটি গ্রামের লোকজন এর যেমন চলাচল করতে সুবিধা হয়। তেমনি আমাদের রোপণ করা গাছের ফল তারা খেতে পারবে। রাস্তা মেরামত এ তাদের যোগাযোগ করতে সুবিধা হবে আরেক এলাকার মাধ্যে।আমরা তাদের রাস্তা মেরামত করে দেওয়ায় তারা আমাদের ধন্যবাদ জানায়।
এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা তাদের কে এটা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা রোভার স্কাউট রা।প্রত্যেকে মোরা পরের তরে কাজ করে একটি সুন্দর পৃথিবী বিশ্ববাসিকে উপহার দিতে চাই