পথচারী অসহায় ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ
রামাদান মাস দান খয়রাতের মাস। আমাদের চারপাশে রাস্তায় এমন অসহায় মানুষ না খেয়ে পরে থাকা তা হয়তো আমরা দেখেও দেখি না। হঠাৎ একদিন আমাদের দলের ইউনিট লিডার আমাদের কে অসহায় মানুষদের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নেন। তাঁর পর আমরা মাঠ পর্যায়ে সবকিছু যাচাই করে যা দেখলাম তাতে আমরা আঁকড়ে উটলাম। এই অসহায়দের পাশে কেউ নেই। তাঁর পর আমরা আমাদের উদ্যোগ বাস্তবায়নেরর কাজে নেমে পড়লাম আল্লাহর রহমতে আমরা পরের দিন থেকেই আমরা কাজ করতে সক্ষম হয়েছি।
আমরা আপনাদের দলের ইউনিট লিডারের সহায়তায় এবং আমাদের দলের অন্যান্য ব্যাক্তিদের আর্থিক সহায়তা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পেরেছি। আমারা প্রতিদিন সিলেট শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অসহায় পথচারী ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ করি। এতে আমাদের দলের আমি সহ ১০ জন স্কাউট ও আমাদের ইউনিট লিডার প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।
মানুষ কিভাবে না খেয়ে রাস্তার রাস্তায় ঘুরে। খোদার যন্তানার মতো কষ্টের আর কিছু হতে পারে না। মানুষ কিভাবে খাবারের জন্য হায়াকার করে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসী করতাম না।
পরি শেষে একটি কথা সকলে আমরা আমাদের চারপাশে যে অসহায় আছে আমরা তাদের কে প্রতিদিন একটু হলেও যাতে সাহায্য করি।