পোলিও টিকাদান কর্মসূচি
পোলিও, বা পোলিওমাইলাইটিস, একটি সংক্রামক ভাইরাল রোগ যা থেকে পক্ষাঘাত, স্থায়ী অক্ষমতা এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। পোলিও টিকা (ভ্যাক্সিনেশন) রোগের বিরুদ্ধে সুরক্ষার একটি কার্যকর উপায়। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পোলিও টিকা প্রদান করে থাকে।
এই পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যে অর্কিড ওপেন স্কাউট গ্রুপের সহস্যদের গত ১১ জানুয়ারি বিভিন্ন টিকাদান কেন্দ্রে প্রেরণ করা হয় ।যেখানে আমরা টিকা প্রদানের পাশাপাশি টিকা প্রদানে সাহায্য করেছিলাম। আমরা সারাদিন বিনা পারিশ্রমিকে নিজেদের দায়িত্ব পালন করেছি। সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত আমরা টিকা দানে সাহায্য করেছিলাম। এই কার্যক্রমে আমরা প্রায় ২০ ডোজ টিকা প্রদান করেছি।
সাধারণ মানুষ কিভাবে টিকা প্রদান করতে হয় তার সাধারণ ধারণা পেয়েছিল। সকলে নিজেদের সন্তানকে টকা প্রদানে উদ্বুদ্ধ হয়েছিল। কিভাবে নিজেকে মানুষের সেবাতে নিয়োজিত করতে হয় সেই সম্পর্কে অবগত হয়েছিল। সকলে নিজেদের সন্তানকে টিকা প্রদানে ভয় পাবে না। তারা নিজেদের সন্তানকে টিকা প্রদান করতে টিকাদান কেন্দ্রে বিনা ধিদাই নিয়ে আসবে।