মানুষের জীবন বাঁচাতে অগ্নি নির্বাপন অভিজান
এবারের কারজক্রমটি কনরূপেই পুর্ববর্তী প্রকল্পের মত ছিলোনা।এটি ছিল একটি মানবিক পদক্ষেপ। আমারা তিনজন স্কাউট একটি বৃহৎ আগুন নেভাতে সেচ্ছায় এগিয়ে যাই।
এবারের কাজটি সম্পূর্ণ ভিন্ন ছিলো।গতানুগতিক এসডিজি প্রকল্প সমুহের মত এটি ছিলোনা।আমাদের এলাকায় একটি শপিংমল এ আগুন লাগায় আমরা তিনজন স্কাউট সেচ্ছায় এগিয়ে যাই এবং চেষ্টা করি মানুষের প্রাণ ও সম্পদ রক্ষা করতে।শপিংমলটিতে মোট ২০টি দোকান ও তৎক্ষণাৎ ৪৯ জন মানুষ ছিল।
ঊক্ত কার্জক্রমে আমি যে মৌলিক বিষয়টি উপলব্ধি করেছি তা হলো,প্রথমত বিপদ কখনো আগাম বার্তা দেয় না এর জন্য প্রস্তুত থাকে থাকতে হয় দ্বিতীয়ত বিপদে অস্থির না হয়ে নিজের সর্বোচ্ছ দক্ষতা কাজে লাগাতে হয়।