Profile picture for user tahsinsrosg
Bangladesh

লালবাগে আগ্নকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

মানবসেবা হচ্ছে সকল এর জন্য পরম ধর্ম একজন স্কাউটের মূল লক্ষ্যই হচ্ছে সেবা সে সব সময় সাহায্য এর জন্য এগিয়ে যায়।
২৫-০৯-২০২০ সোমবার। আনুমানিক দুপুর ১.১৫ টায় ঢাকার কেন্দ্রে লালবাগ এর ঐতিহ্যবাহী মনিনা মিষ্টির দোকান সংলগ্ন একটি কারখানা অগ্নিকান্ডের ঘটনা ঘটে, খবর শোনা মাত্রই সেখানে ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস এর লালবাগ ইউনিট সহ আসে পাশের বিভিন্ন দলের স্কাউটরা ছুটে আসে, সেখানে সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ এর সদস্য সহ আরো ৮টি দলের স্কাউট সহ ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস এর ৯টি ইউনিট সাহায্যে অংশগ্রহণ করে।
বৈদ্যতিক সংযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত সৃষ্টি হয়েছিলো। উক্ত ঘটনার কোনো আহত নিহত এর ঘটনা ঘটে নি। কারখানার ৯০ শতাংশ অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্থ হয়। হেডকোয়ার্টার সার্ভিস এবং আউট সহ আরো অনেকেই 8. a নাগাদ আগুন নিয়ন্ত্রণ আসে।
১. যে কোন অগ্নিকাণ্ড যাওয়ার পূর্বে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে হবে। ২. কলে একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে। ৩.এই আমাদের প্রধান লক্ষ্য এটি মনে রাখতে হবে। ৪.ক্ষতিগ্রস্তদের যেভাবে সাহায্য করা যায় তার জন্য সম্পূর্ণ চেষ্টা করতে হবে।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
876
Location
Bangladesh
Topics
Clean Energy
Health lifestyles

Share via

Share