Profile picture for user mishkat184
Bangladesh

কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান

রোগ-জীবাণু থেকে দূরে থাকতে এবং নিজেকে সুস্থ রাখতে আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। বিপজ্জনক রোগ সৃষ্টিকারী জীবাণু যে কোনো জায়গায় বাস করতে পারে।তাই নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কথায় আছে, 'যেকোনো কাজ শুরু করতে হয় নিজের বাড়ি থেকে '। আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করি আমাদের কলেজ ক্যাম্পাসে।কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার রোগ জীবাণু সৃষ্টি হলে তা আমাদের শিক্ষার্থীদের অসুস্থ করে ফেলবে।অধিকাংশ শিক্ষার্থী নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেললেও, কিছু শিক্ষার্থী এর ব্যাতিক্রম। তাই সকলের স্বাস্থ ও পরিবেশ রক্ষার কথা চিন্তা করে আমাদের কলেজ ক্যাম্পাস পরিষ্কার করা হয়।
কলেজ ক্যাম্পাস পরিষ্কার করার মাধ্যমে কলেজের শিক্ষক,শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ও স্বাস্থ নিশ্চিত করা হয়।
Unity is strength!!! আমি একা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলে কখনোই এই বিশাল জায়গায় পরিষ্কার করতে পারতাম না। কিন্তু একতার মাধ্যমে আমরা কাজ করার ফলে বিশাল একটা জায়গা পরিষ্কার করতে পেরেছি। এভাবেই আমরা সকলে এক হয়ে কাজ করতে পারলে এই পৃথিবীর টেকসই উন্নয়ন সহজে সম্ভব হবে!
Started Ended
Number of participants
24
Service hours
48
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Healthy Planet
Health lifestyles
Initiatives
Peace and Community Engagement

Share via

Share