Profile picture for user IFTI HOSSEN EMU_1
Bangladesh

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৩

গত ১২ ডিসেম্বর, ২০২৩ রোজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হয়। উক্ত ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই ইউ ) খাওয়ানো হয়। তার ই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহযোগিতায় আমরা এই প্রকল্প টি বাস্তবায়ন করতে সক্ষম হই।আর্থিক ও সামগ্রিক সহযোগিতায়: জাতীয় পুষ্টিসেবা ,স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
এই প্রকল্পটি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অন্তর্গত গাজীরহাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় বাস্তবায়িত হয়। এই প্রকল্পের আওতায় প্রায় দুটি গ্রামের ( কেটলা ও মোল্লাডাংগা )নবজাতক শিশু সহ অন্যান্য শিশু সেবা পেয়েছে।
‌ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। ' এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় এ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Communications and Scouting Profile

Share via

Share