গ্রামীণ মানুষদের রক্তের গ্রুপ নির্ণয়
আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেকেই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক ধারণা নেই। তারা নিজের রক্তের গ্রুপ সম্পর্কে না জেনেই বিভিন্ন চিকিৎসা গ্রহণ করে ফেলে। তাদের এই সমস্যার সমাধানে আমরা গ্রামীণ মানুষদের পাশে দাড়াই ও তাদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করে দেই।
আমরা রাজশাহীতে রক্ত নিয়ে কাজ করে এমন একটি সংগঠন "সূর্যকিরন সমাজ কল্যাণ সংস্থা" আমাদের এই উদ্যোগে এগিয়ে আসেন। তাদের সাথে সচ্ছলতা এসোসিয়েশনের সদস্য ও রোভারদের সহযোগিতায় বাস্তবে রুপ নেয় এই প্রকল্পটি। আমরা ৩ জন রোভার ও অনান্য স্বেচ্ছসবক দল মিলে এই প্রকল্প সফল করে তুলি। এবং গ্রামীণ মানুষেরা আগ্রহের সাথে আমাদের সাথে যোগ দেন। আমরা দিনে ৩০০ জনের রক্তের গ্রুপ সনাক্তে সফল হই।
মানুষকে সাহায্য করতে চাইলে, বিভিন্ন উপায়েই সাহায্য করা সম্ভব। এই প্রকল্পটি ছিল তারই বাস্তবরূপ। একজন ৮০বছরের বৃদ্ধ জানালেন তিনি প্রথম তার রক্তের গ্রুপ জেনেছেন।
তার হাস্যজ্জ্বল চেহারা আমাদের কার্যক্রমকে আরও বেগবান করে তোলে।