এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা।
১৬/০৯/২০২৩ তারিখে ৫৬নং ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের চিরুনি অভিযান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ হোসেন, কাউন্সিলর, ৫৬নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উক্ত কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপের সদস্য বৃন্দ।
এই কার্যক্রমে আমরা মূলত ঢাকার লালবাগ এর পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গীরচর থানায় বাস্তবায়ন করি। কামরাঙ্গীরচর থানায় প্রায় ৬লক্ষ মানুষের বসবাস, কামনরাঙ্গীরচর এর গা ঘেঁষে বুড়িগঙ্গা নদির একটি আদি-চ্যানেল আছে, সেখান থেকেই ডেঙ্গু রোগ ছড়ায়, এবং বাসাবাড়ির ছাদে, বারান্দায় ফুলের টব এবং ছাদের কোনে-কানাচে পানি যমে থাকে এবং সেখানে এডিস মশার লার্ভার সৃষ্টি হয়। সব জায়গায় তে এডিস মশা নিধনের জন্য ঔষধ প্রয়োগ করা হয়।
এই কার্যক্রম থেকে আমি শিখতে পেরেছি জনসুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা, মানবসেবা, সমাজে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি।