ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা ২০২৩
মানুষ তাদের অসাবধানতার কারনে ডেঙ্গুতে ভুগে। এজন্য সকলের উচিত যেখানে সেখানে পানি জমতে না দেওয়া এবং আশপাশ পরিষ্কার নিজে রাখা এবং অন্যদের সচেতন করা।
আমি এবং আমার ইউনিট আমাদের রোভার স্কাউট লিডার এবং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি স্যারকে ডেঙ্গু সচেতন প্রকল্প সম্পর্কে বলি এবং উনাদের পরামর্শতে নিদিষ্ট দিন ঠিক করে ১৯ জন রোভার ও গার্ল ইন রোভার মিলে লিফলেট বিতরণ করি এবং মানুষকে বিভিন্ন যায়গায় গিয়ে গিয়ে সচেতন করি। প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জানাই।
একটি প্রকল্প একাই না করে দল হয়ে করলে খুব তাড়াতাড়ি তা বাস্তবায়ন করা সম্ভব।ছোট ছোট দল হয়ে কাজ করলে একত্রে অনেক সংখ্যক মানুষকে যেকোনো বিষয় এ সচেতন করা সম্ভব।