বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ পরে থাকা ময়লা-আবর্জনায় পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঋতুগত প্রভাব আর আগের মতো দেখা যায় না। এগুলো গাছ কাটার কারণে এবং আরো অন্যান্য কারণে হচ্ছে
এলাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলা হয় সেইসব জায়গা পরিষ্কার করে সেখানে আমারা গাছ লাগিয়েছি। যাতে তারা সেই জায়গায় আর নোংরা না করে।
আমাদের আবর্জনার মধ্যে আমরা যা পাই তার বেশিরভাগই প্লাস্টিক। আমাদের যতটা সম্ভব প্লাস্টিক পণ্য পুনরায় ব্যবহার করা উচিত। আর ব্যবহারযোগ্য না হলে পুনর্ব্যবহার করার জন্য পাঠান।
Number of participants
10
Service hours
2
Beneficiaries
5
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Peacebuilding

Share via

Share