Profile picture for user SHUVO CHANDRA DAS_1
Bangladesh

বৃক্ষরোপন কর্মসূচি

আমাদের সুস্থ সুন্দর পরিবেশ গড়তে গাছ লাগানো সুনিশ্চিত যেহেতু একটি গাছ ২ জন মানুষকে সমান ভাবে অক্সিজেন প্রদান করে থাকে। আমি আগ্রহী হই আমার স্যারের থেকে। পরিবেশ দূষণ যে হারে বেড়েছে তার জন্য আমার স্যারের থেকে উৎসাহী হয়ে আমি এ প্রকল্পে সহযোগিতা করি।
আমাদের উদ্দেশ্য একটাই। গাছ লাগান, পরিবেশ বাচাঁন। যে হারে মানুষ তাদের নিজের কাজের জন্য গাছ কাটছে, সে পরিমাণ গাছ তারা রোপণ করছে না। যার ফলে দেখা দিয়েছে পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়ন। আর যার জন্য আমাদের গ্রুপ টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউটস থেকে এ প্রকল্পটি গৃহীত হয়েছে। আর এর মাধ্যমে পরিবেশের উন্নয়নের মাঝে আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে এ প্রকল্পটি শেষ করতে পেরেছি।
আমাদের এই প্রকল্পটির সাথে যুক্ত ছিল ১৬ জন এবং প্রত্যেকে যে গাছ রোপন করেছে তার মাধ্যমে ৩২ জনের মত অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং এছাড়াও পরিবেশের জন্য এটা খুব একটা না হলেও অল্প কিছু পরিবর্তন আনতে পারবে এবং একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরা পেতে পারি এই প্রকল্প গ্রহণের মাধ্যমে। এটাই আমাদের অর্জন।
ামি এখান থেকে শিখেছি আমাদের পরিবেশের সর্বোচ্চ খেয়াল রাখার দায়িত্ব আমাদের। গাছ আমাদের ছায়া দান করে এবং সেই ছায়া থেকে আমরা শীতল অনুভূতি পাই। আমাদের পরিবেশে পর্যাপ্ত না থাকার জন্য বিরুপ পরিবর্তন সৃষ্টি হচ্ছে এবং আমাদের এ বিষয় নিয়ে যত দ্রুত সম্ভব সচেতন হতে হবে। তবেই এই পৃথিবীকে আমরা প্রাকৃতিক রুপ দান করতে পারি।
Number of participants
16
Service hours
6
Beneficiaries
32
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share