বৃক্ষ পরিচর্যা করণ
একসাথে হয়ে কাজ করলে সময় ও অতিরিক্ত পরিশ্রম ২ টাই কম লাগে।
নিজ ইনস্টিটিউট এর বৃক্ষগুলো অতিরিক্ত গরম ও দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় পোকা হামলা দেয় গাছগুলোতে। সেই গছগুলোর পোকা দমন করে পানি দিয়ে ভালোভাবে পোকা আক্রমন করা জায়গাটি পরিষ্কার করি।শুকায় গেলে তখন নিচে থেকে বেশ কিছু উপর পর্যন্ত রং করি যেন পোকা আক্রমণ করতে না পারে। এটি দলবদ্ধ ভাবে করি।
কাজ করতে হলে দলবদ্ধ ভাবে কাজ করলে সঠিক সময় এবং সঠিক নিয়মে কাজ করা সম্ভব।