বর্ষায় বন্যার্তদের পাশে স্কাউট
ঈদের সময় যখন মানুষ আনন্দে মেতে ছিল,তখন বাংলাদেশ স্কাউট এর ১৩ টি অঞ্চলের মধ্যে একটি ঢাকা রেলওয়ে অঞ্চল থেকে কিছু স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা তাদের ঈদ উদযাপনের কথা না ভেবে অসহায় বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট ইত্যাদি বিতরণ করে, যেন সেই অসহায় বন্যার্তরা খাদ্যের অভাবে কষ্ট না পায়।
৩০ বছরের রেকর্ড ভাঙা বন্যা সাথে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস, দূর্যোগে জরাজীর্ণ আমাদের দেশ।
বন্যার্তদের সাথে (সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে) ঈদের সময়টকু ভাগাভাগি করে নেয় স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা।২রা আগস্ট ২০২০, পবিত্র ঈদুল আজহার ২য় দিন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে বন্যায় আপতিত কিছু মানুষের সাহায্য করতে স্কাউটরা তাদের কাছে সাধ্য অনুযায়ী কিছু পরিবারকে চাল, ডাল, তেল, সাবান, পানি, চিনি, পানি বিশুদ্ধকরণ টেবলেট,প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার বিতরণ করে।
বন্যায় কিভাবে মানুষকে সহায়তা করা যায়, কিভাবে অনেককে অল্প সময়ে একসাথে করা যায় তা এই প্রকল্প থেকে অর্জন করি।