বন্যার্তদের সহায়তা ও ত্রান বিতরণ (২য় পর্যায়)
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরন, তাদের পাশে দাড়ানো,সহায়তা ও সহযোগিতা করা ছিলো আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য।
2022 সালে, বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক বন্যা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে এর জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে গ্রামের অধিকাংশ মানুষ, রাস্তাঘাট, বাড়িঘর ও জমি পানিতে তলিয়ে গেছে। এ সময় আমি ও আমার গ্রুপের অন্য সদস্যরা এই করুণ অবস্থার জন্য আলোচনা করেছি।
শরিফগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর ধারে বন্যা কবলিত গ্রামে আমরা খাবার বিতরণ করেছি। তাছাড়া তাদের বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন ও অনেকের বাড়ি গিয়ে শুকনা খাবার ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করি।
বন্যায় কিভাবে মানুষকে সহায়তা করা যায়, কিভাবে অনেককে অল্প সময়ে একসাথে করা যায় তা এই প্রকল্প থেকে অর্জন করি।