Profile picture for user rover scouts
Bangladesh

বন্যার পরে রাস্তা মেরামত করা

গ্রামীন প্রতিকূল অঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তা। ঘূর্ণিঝড়ের ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, একজন রোভারের সমাজসেবামূলক মনোবলের প্রকাশস্বরুপ আমি  উক্ত প্রজেক্টি করতে অনুপ্রাণিত হয়েছি।

আমরা ৪ জন রোভার সদস্য গোপালগঞ্জের সিতাইকুন্ড  এলাকার একটি রাস্তার বিভিন্ন স্থানে মেরামত কাজ করেছি। ফলে উক্ত এলাকার মানুষ খুব সহজেই রাস্তা দিয়ে চলাফেরা করতে সক্ষম হচ্ছে।

এই প্রজেক্টটি থেকে দুর্গম এলাকায় কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় তা শিখেছি এবং কিভাবে রাস্তাঘাট মেরামত করা যায় সে সম্পর্কে আরো বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি

Started Ended
Number of participants
12
Service hours
40
Beneficiaries
390
Topics
Better Choice
Civic engagement
Communications and Scouting Profile

Share via

Share