বাড়ি বাড়ি গিয়ে শীতকালীন বস্ত্র সংগ্রহ ও বিতরন ২০২৩

এই প্রোগ্রাম বাস্তবায়নের মূলে ছিল ডিসেম্বর মাসের তীব্র শীতে জর্জরিত মানুষ জনের পাশে দাড়ানোর প্রবল ইচ্ছা ।
সেদিন সকাল সকাল দিনাজপুর জেলা রোভারের সকল সদস্য দিনাজপুরের বালুবাড়ী শাহী মসজিদ মোড়ে উপস্থিত হয়। অতপর তারা বিভিন্ন দলে ভাগ হয়ে অত্র শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতের কাপড় সংগ্রহ করেন। এবং পরবর্তীতে শীতার্ত মানুষদের মাঝে তা বিতরণ করা হয়।
নেতৃত্ব সঠিক নিয়ম এ দিতে পারলে এবং ইচ্ছা শক্তি কঠোর রাখলে অতি সহজে অসহায় মানুষের পাশে দাড়ানো যায় এবং মানুষের মুখে হাসি ফোটানো যায়। দশের লাঠি একের বোঝা।
Number of participants
80
Service hours
6
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Peacebuilding
Leadership
Humanitarian action
Peacebuilding

Share via

Share