আখাউড়া রেলওয়ে জেলার যাত্রী সেবা ২০২৫

পৃথিবীকে তুমি যেমন পেয়েছো তার চেয়ে ভালোভাবে রেখে যাওয়ার চেষ্টা করো। - স্কাউট প্রতিষ্ঠাতা "রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল"-এর এই উক্তিটি কে নীতিবাক্য হিসেবে গ্রহণ করে, স্কাউটরা সমাজে বিভিন্ন সেবামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখে। আখাউড়া রেলওয়ে জেলার স্কাউটরাও এর ব্যতিক্রম নয়।
১১-১২ জুন ২০২৫ইং আখাউড়া রেলওয়ে স্টেশনে আখাউড়া রেলওয়ে জেলা কর্তৃক আয়োজিত "রেলওয়ে যাত্রী সেবা" প্রকল্পে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের একজন স্কাউট হিসেবে নিয়োজিত ছিলাম। এই সময় আমি যাত্রীদের কম্পার্টমেন্ট খুঁজে দেওয়া, বসার জায়গা(সিট) খুঁজে দেওয়া, যাত্রীদের মালামাল ট্রেইনে উঠিয়ে দেওয়া, ট্রেইন এর উপরে থাকা অবৈধ উপায়ে ভ্রমণকারীদের ছাদ থেকে নিচে নামিয়ে আনা সহ অন্যান্য স্কাউটস দের সাথে আখাউড়া রেলওয়ে জংশন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করি।
এই প্রকল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। এই প্রকল্পের মাধ্যমে, আমরা শত শত রেল যাত্রী এবং তাদের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্রের নিরাপত্তা প্রদান কিভাবে করতে হয় জেনেছি। অনলাইন অ্যাপ এর মাধ্যমে কিভাবে যাত্রীদের সেবা দিতে হয় টা জেনেছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার সময় রেলওয়ে আইন সম্পর্কে ও লংঘনের শাস্তি সম্পর্কে জানতে পেরেছি। তাছাড়া যাত্রীদের কিভাবে সচেতন করতে হয় শিখেছি।
Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
3000
Location
Bangladesh
Topics
Culture and heritage
Humanitarian action
Peacebuilding
Peacebuilding
Initiatives
Peace and Community Engagement

Share via

Share