Profile picture for user noyon898
Bangladesh

আখাউড়া বন্যার্তদের ত্রান বিতরণ ।

বন্যার কারণে অনেক লোক মারা যাচ্ছে। অনেক লোক ঘড় বাড়ি হারাচ্ছে। লোকেরা এক বেলার খাবার গ্রহণ করতে পাচ্ছে না। তাদের এই হাহাকার রাতে আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি ঘুমাইতে পারলেও ছোট ছোট বাচ্চার রাতে ঘুমানোর জায়গা নাই, খাবার নাই।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ,ইভোলিউশন-৩৬০, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ এবং কিছু ব্যক্তিগত অর্থ সহযোগিতায় প্রথম পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রামে প্রায় ২৫০ টি পরিবারের মাঝে মহান করুনাময়ের অশেষ কৃপায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
আমি দেখতে পেলাম অনেক লোক আছে যাদের আমাদের সাহায্য এর অনেক প্রয়োজন। আমরা সবসময় বলি আমাদের এটা নেই ওটা নেই। কিন্তু আমাদের থেকে অনেক খারাপ অবস্থার লোকেরাও আছে। তাই আমাদের সবসময় শুকরিয়া থাকা উচিত। আমাদের সবসময় গরীব লোকেদের পাশে দাঁড়ানো উচিত। তাদের ভালো-মন্দ সময় তাদের পাশে থেকে সাহায্য করা উচিত। গরিব লোকেদের সাথে খারাপ আচরণ করা উচিত নয়
Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
369
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Global Support Assessment Tool

Share via

Share