স্বেচ্ছাসেবকদের জন‍্য দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ

স্বেচ্ছাসেবকদের জন‍্য অনুসন্ধান, উদ্ধার ও মানবিক সহায়তা ব‍্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব‍্যাপী প্রশিক্ষণ ২০২৩(১০ম ব্যাচ)। এর মাধ্যমে রোভার স্কাউটস রা যথাযথ একটি ধারণ পেয়েছে যে দুর্ঘটনার সময় কি কি করণীয় করতে হবে। প্রোগ্রামে আমাদের ভূমিকম্প, আগুন, ভূমিধস, প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগ মোকাবেলায় কি কি কাজ ও ভূমিকা পালন করতে হবে তা নিয়ে পর্যাপ্ত ধারণা দেওয়া হয়েছে। উক্ত প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটস থেকে ৫০ জন রোভার স্কাউটস ও ১ জন রোভার স্কাউটস লিডার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় দুর্যোগ ব‍্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
Topics
Youth Engagement
Peacebuilding
Civic engagement

Share via

Share