আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস
সুস্থ সুরক্ষায় দরকার, শব্দদূষণ নিয়ন্ত্রণের অঙ্গীকার। শব্দদূষন নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা। আসুন আমরা শব্দদূষন হ্রাসে সচেষ্ট হই।
আন্তর্জাতিক শব্দসচেতনা দিবসে সহযোগিতা করেছেন সরকারি দেবেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ। এবং বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার। আরো সহযোগিতা করেছেন জেলা প্রশাসন, মানিকগঞ্জ। আন্তর্জাতিক শব্দসচেতনা দিবসে উপস্থিত ছিলেন জনাব রেহেনা আকতার ( জেলা প্রশাসন, মানিকগঞ্জ)। আরো ছিলেন জনাব মোহাম্মদ গোলাম আজান খান। আরো অনেকে ছিলেন।
আমি এই আন্তর্জাতিক শব্দসচেতনা দিবসে থাকতে পেরে কিভাবে শব্দের সঠিক ব্যবহার করতে হয় আমি জানতে পেরেছি। এবং মানুষকে শিখাতে পেরেছি। আমি আরো শিখছি কখন কোথায় কিভাবে শব্দ বা হর্ণ বাজাতে হবে আমি শিখতে পেরেছি।