৩২৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ৩২৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স তারিখ: ২৬ শে অক্টোবর ২০২২ স্থান: সরকারি দেবেন্দ্র কলেজ শিক্ষক মিলনাতন। প্রধান অতিথি: জনাব আব্দুল লতিফ,জেলা প্রশাসক, মানিকগঞ্জ ও সভাপতি, বাংলাদেশ স্কাউট মানিকগঞ্জ জেলা রোভার। কোর্স পরিচালক: জনাব মোঃ ফজলুর রহমান এলটি,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। সভাপতি: প্রফেসর ডঃ মোঃ রেজাউল করিম, কমিশনার, বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার এই করছে মানিকগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দরা‌ অংশগ্রহণ করেছেন এবং সাফল্যের সাথে কোর্স টি সম্পন্ন করেছেন। সেখানে আমরা রোভাররা কোর্স পরিচালনায় সহযোগিতা করেছি।
Topics
Communications and Scouting Profile
Entrepreneurship
Leadership
Initiatives
Skills for Life

Share via

Share