
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি -২০১৯
সৈকত সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের ব্লাড টেস্ট কার্যক্রমঃ-
"With love from my heart, I donate blood & save lives" এ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী রক্ত পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানটি আয়োজন করে নোয়াখালী,সুবর্ণচর উপজেলায় সৈকত সরকারি কলেজ ও বাস্তবায়ন করে সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। কোনো প্রকার ব্লাড ব্যাংকের সাহায্য ছাড়া সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ গত ২ বছরে প্রায় ১৫শত ব্যাগ রক্ত সংগ্রহ করে। এই রক্তদান কর্মসূচি আরও সহজ এবং নূন্যতম করতে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করতে সাহায্য করেন সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আর এস এল,নোয়াখালী জেলা রোভার স্কাউট সম্পাদক এবং গ্রুপ সভাপতি।