
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী-২০২০
আজ (১৭ মার্চ ২০২০খ্রিঃ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে, সৈকত সরকারি কলেজ হল রুমে প্রোগ্রামের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
উক্ত প্রোগ্রামে সৈকত সরকারি কলেজের রোভার এবং গার্লস-ইন রোভার স্কাউটস সদস্যরা শৃঙ্খলাবোধ ও কেক এবং মিষ্টি বিতরণের দায়িত্ব পালন করে। কেক ও মিষ্টি বিতরণ শেষে সকল রোভার ও গার্লস-ইন রোভার স্কাউটসরা ডেনে/রুমে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে অালোচনা ও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কিছু দিক নিদের্শনা দেওয়া হয়।