
বৃক্ষ রোপণ কর্মসূচী-২০২৫
আমরা লক্ষ্য করেছি যে পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন প্রকৃতি, জীববৈচিত্র্য এবং মানব জীবনের জন্য ক্রমশ গুরুতর হুমকি হয়ে উঠছে। স্কাউটিং মূল্যবোধের মাধ্যমে পরিবেশের প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এর সাথে সামঞ্জস্য রেখে, আমরা, স্কাউটস, আমাদের সম্প্রদায়ের সবুজায়ন এবং পরিবেশ রক্ষার জন্য একটি বৃক্ষরোপণ প্রকল্প শুরু করেছি।
কাজটি সম্পাদন করতে আমরা অনেকগুলো চারা গাছ কিনে আনি নিজেদের স্কাউট দলের টাকায়। তারপর উক্ত চারাগাছ গুলো রোপণ করতে আমরা আমাদের শিক্ষপ্রতিষ্ঠানের নির্দিষ্ট স্থানে গর্ত করি ও এর আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করি। আমরা এমন স্থান বৃক্ষ রোপণের জন্য নির্বাচন করি যেখানে বুক্ষ পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এরপর আমরা গাছগুলো রোপণ করি। রোপণ করে আমরা প্রয়োজনমতো মাটি ও পানি দেই গাছে। রোপণকৃত গাছে আমরা জৈব সার দিয়েছি সঠিক বুদ্ধির জন্য।
কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আমাদের পরিবেশে গাছ লাগাই। গাছ আমাদের অনেক উপকারি। এই কর্মসূচিটি আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। SDG- লক্ষ্যমাত্রা সমূহ এই প্রজেক্টটি পূরণ করে ও পরিবেশের উন্নতি সাধন করে।
উক্ত কাজ দ্বারা আমরা আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি ও কীভাবে বৃক্ষ রোপণ করা লাগে তা শিখেছি। কীভাবে বুক্ষ আমাদের কাজে লাগে এবং কীভাবে বুক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা লাগে তা জেনেছি। সকলের সাথে মিলে মিশে কাজ করা শিখেছি।।