
৪১তম ইউনিট কাউন্সিল রোভাদের বিদায় অনুষ্ঠান২০২০, রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
১৪ মার্চ ২০২০তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর ৪১তম ইউনিট কাউন্সিল রোভার ও গার্লইন রোভারদের বিদায় অনুষ্ঠান করা হয়।বিদায়ীদের ক্রেস্ট ও সম্মান জানিয়ে একটি আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করা হয়।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। আরএসএল নুর ইসলাম বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আরও অনেকে। সবার মধ্যেই একটি গম্ভীরতা কাজ করছিল প্রিয়জনদের ছেড়ে যেতে।