
১৬৪ তম জন্মবার্ষিকী (বি.পি.দিবস)উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।
২২শে ফেব্রুয়ারী ২০২১তারিখে রাজশাহী জেলা রোভার স্কাউট এর সৌজন্যে আয়োজন করা হয় স্কাউট এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়ে (বি.পি.) এর জন্মদিন। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভার স্কাউট এর কমিশনার, সম্পাদক, ও আর এস এল স্যারেরা। এবং সকল রোভার দের মিলনে মুখরিত হয়ে ওঠে দিনটি। আলোচনা সভা শেষে সকলেই র্যালিতে অংশগ্রহণ করি।