Profile picture for user sayel5kazi
Bangladesh

স্থলজ জীবন প্রতিরক্ষা

প্রচন্ড তাপদাহ ও গরমের কারনে পরিবেশের উপর যেমন বিরূপ প্রভাব পড়ছে তেমনি পরিবেশের অন্যতম প্রধান উপাদান পশু-পাখিরও উপর প্রভাব পড়ছে। এসব পশু-পাখির সুরক্ষার কথা চিন্তা করে আমরা তাদের জন্য এ কর্মসূচিটি গ্রহণ করেছি।
আমরা রাস্তায় চলাচল করার সময় দেখতে পাই যে, তীব্র তাপদাহের কারনে পুকুর ও জলাশয়ের পানি শুকিয়ে প্রায় শেষ। চিন্তা করে দেখলাম এসব জলাশয় ও পুকুর থেকে বিভিন্ন পশু-পাখি পানি পান করে জীবন নির্বাহ করত। বিশেষ করে কুকুর ও বিড়াল জাতীয় প্রাণী। এসব স্থানের পানি শুকিয়ে যাওয়ার কারনে তারা না পারছে পানি পান করতে আর না পারছে তৃষ্ণা সহ্য করতে। এমনও দেখেছি অনেকে অসুস্থ হয়ে পড়ছে ও মারা গেছে ।তাদের খুব কস্ট হচ্ছে।তাই আমরা বিভিন্ন জায়গাতে প্রায় ৫০ টি পানির পাত্র স্থাপন করেছি এবং নিরাপদ পানি সরবরাহ করেছি।
যেকোন পরিস্থিতিতেই আমাদের একে অপরকে সাহায্যে করা উচিত তা হতে পারে মানুষ বা চতুষ্পদ জন্তু। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে পরিবেশের সকল সদস্য তথা উপাদান ঠিক থাকা বাঞ্চনীয়। আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
Started Ended
Number of participants
2
Service hours
8
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Healthy Planet
Humanitarian action
Nature and Biodiversity

Share via

Share