Profile picture for user iqbal1212
Bangladesh

রাস্তা মেরামত ও আলোকিত সমাজ

অন্ধকার ও খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা, অসুবিধা প্রায়ই চোখে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের চলাচলে অনেক সমস্যা হয়। এই সমস্যা দেখে মনে হয়েছে — আমাদের আশেপাশের পরিবেশ আমরাই পরিবর্তন করতে পারি। তাই এই উদ্যোগ নিই।

এই প্রকল্পের আওতায় আমরা কাঁচা ও ভাঙাচোরা রাস্তা সংস্কারে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করি। পাশাপাশি রাস্তার পাশে বাতি বসানোর জন্য উদ্যোগ নিই এবং সচেতনতা ছড়িয়ে দিই যেন সবাই আলোকিত ও নিরাপদ সমাজ গঠনে অংশ নেয়।

এই প্রকল্প থেকে আমি শিখেছি, ছোট উদ্যোগ ও দলগত প্রচেষ্টায় একটি অঞ্চলকে নিরাপদ ও সুন্দর করা সম্ভব। আমি নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং বাস্তব সমস্যার সমাধানে কাজ করার দক্ষতা অর্জন করেছি।

Started Ended
Number of participants
30
Service hours
24
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Entrepreneurship
Growth
Good Governance

Share via

Share