ফ্রী মেডিকেল ক্যাম্প

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি জনমানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত জীবনযাপন ও যথাযথ সাস্থসচেতনতার অভাবে মানুষজনের রোগবালাই বেড়েই চলছে। আবার অনেকের রক্তের গ্রুপ জানা না থাকায় হঠাৎ দুর্ঘটনায় রক্তের ব্যবস্থা করা মুসকিল হয়ে পড়ে।
রহিমানগর ডায়াবেটিক সমিতির এর অর্থায়নে চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলায় এই স্বাস্থ্যসচেতনতা ও ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় প্রায় ৬০০ মানুষের ডায়াবেটিস,রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদেরকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়। স্কাউট এবং গার্ল ইন স্কাউটরা সারাদিনব্যপী পথচারীদের সেবা দিয়ে যায়।
এই প্রজেক্টটা আমাদের সকলকে সেবার জন্য নিজেকে আরো বেশি নিয়োজিত করতে উৎসাহ প্রদান করে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে তুলতে এই কার্যক্রমটি অনেক প্রভাব ফেলবে।
Number of participants
27
Service hours
6
Beneficiaries
600
Topics
Healthy Planet
Youth Engagement
Health lifestyles

Share via

Share