Profile picture for user hasibul2002
Bangladesh

পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ ২০২৪

বর্তমানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার ফলে পরিবেশের উপর বিভিন্ন মারাত্মক হুমকি আসতেছে।বছরের বেশির ভাগ সময় গরম থাকতেছে।তাই দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। আয়োজন করে বৃক্ষ রোপণ কর্মসূচি।এই দিনে আমরা ১২০ টা বিভিন্ন ধরনের গাছ।ইনস্টিটিউট ক্যাম্পাসে রোপন করি।

আমাদের এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপন করতে উৎসাহিত করেছি সকলে যেন সর্বনিম্ন একটি করে হলেও বৃক্ষরোপণ করে তাদেরকে আমরা এটি বলেছি। এবং আমরা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ ১২০ টি বৃক্ষ রোপণ করি।ইনস্টিটিউট এর বিভিন্ন ফাঁকা জায়গায়।

এই প্রোজেক্টের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করেছি। বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ এবং বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় দেশে বনের পরিমাণ কমে যাচ্ছে। তাই আমরা সকলকে সচেতন করে এবং বেশি বেশি বৃক্ষরোপন করতে উৎসাহিত করি।

Number of participants
1
Service hours
6
Beneficiaries
120
Location
Bangladesh
Topics
Healthy Planet
Clean Energy
Health lifestyles

Share via

Share