Profile picture for user tanjimjoy13@gmail.com
Bangladesh

প্লাস্টিকমুক্ত পরিবেশ গঠনের প্রয়াস

বর্তমানে আমরা প্রতিদিনের জীবনে যেসব আসবাব ও সামগ্রী ব্যবহার করি, তার অনেকটাই প্লাস্টিক দিয়ে তৈরি। এই প্লাস্টিক একদিকে যেমন দীর্ঘস্থায়ী দূষণ সৃষ্টি করে, তেমনি এটি প্রাকৃতিক সম্পদ ধ্বংসেও ভূমিকা রাখে। পরিবেশকে টেকসই রাখতে ও প্লাস্টিকের বিকল্প হিসেবে দেশীয় ও প্রাকৃতিক উপাদান ব্যবহারের সচেতনতা বাড়াতে আমাদের এই আয়োজন। বাঁশ এমন একটি প্রাকৃতিক সম্পদ, যা টেকসই, সহজলভ্য এবং পুনর্ব্যবহারযোগ্য। তাই প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশের ব্যবহার শেখা ও ছড়িয়ে দেওয়া ছিল আমাদের মূল উদ্দেশ্য।
আমরা ২০ জন রোভার মিলে একটি ৪ ঘণ্টার কর্মশালার আয়োজন করি। সেখানে বাঁশ ও দড়ি ব্যবহার করে বিভিন্ন দরকারি আসবাবপত্র — যেমন চেয়ার, ঝুলন্ত তাক, ছোট্ট টেবিল, ও ফুলদানি — কীভাবে সহজ উপায়ে তৈরি করা যায়, তা হাতে-কলমে শেখা হয়। প্রথমে পরিকল্পনা, তারপর বাঁশ কাটা, মাপজোক করা এবং দড়ি দিয়ে জোড়া লাগানোর ধাপগুলো অনুসরণ করে সবাই মিলে কাজ করি। প্রশিক্ষণটি ছিল অংশগ্রহণমূলক ও ব্যবহারিক, যেখানে প্রত্যেকে নিজ হাতে কিছু না কিছু তৈরি করেছে।
প্লাস্টিকের ব্যবহার হ্রাস: বাঁশের বিকল্প আসবাব ব্যবহার করার ফলে প্লাস্টিকের তৈরি সামগ্রীর প্রয়োজন কমে যাবে, যা দীর্ঘমেয়াদে পরিবেশে প্লাস্টিক দূষণ হ্রাসে সহায়তা করবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার: বাঁশ দ্রুত বৃদ্ধি পায় এবং পুনরায় ব্যবহার করা যায়, তাই এটি পরিবেশবান্ধব ও টেকসই। স্থানীয় শিল্পের সম্ভাবনা: বাঁশ দিয়ে তৈরি সামগ্রী স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।
Number of participants
20
Service hours
4
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Health lifestyles
Healthy Planet

Share via

Share