"হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০"
আয় আয় সোনামণি টিকা নিয়ে যা
"হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০"
১২ডিসেম্বর ২০২০ থেকে ২৪জানুয়ারী ২০২১ পর্যন্ত ৬সপ্তাহ ব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।
"৯ মাস থেকে শুরু করে ১০বছরের কমরয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেলার টিকা দিন।
" সেবার তরে এগিয়ে চলো দুর্বার গতিতে"