
গ্রামের আশায় – সচেতনতার আলো ছড়িয়ে দিই
গ্রামে গিয়ে দেখতে পাই, এখনো অনেক পরিবার শিশুদের স্কুলে না পাঠিয়ে অল্প বয়সে বিয়ে দিচ্ছে। এতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এই বাস্তবতা দেখে আমরা সিদ্ধান্ত নিই – সচেতনতা বাড়িয়ে তাদের ভাবনা বদলাতে হবে।
আমরা গ্রামের একটি অংশে গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলি। ছোট ছোট দলে ভাগ হয়ে আমরা বাল্য বিবাহের ক্ষতি, শিশুদের স্কুলে পাঠানোর গুরুত্ব এবং নারীর অধিকার নিয়ে আলোচনা করি। পত্রিকা, লিফলেট ও মুখে-মুখে বোঝানোর মাধ্যমে আমরা এই বার্তাগুলো ছড়িয়ে দিই।
এই প্রকল্প থেকে আমরা শিখেছি কীভাবে একজন স্কাউট হয়ে মানুষের মন পরিবর্তনে কাজ করতে হয়। কৌশলে কথা বলে কীভাবে বোঝাতে হয় এবং কমিউনিটিকে কীভাবে নেতিবাচক প্রথা থেকে বের করে আনা যায় – তা হাতে-কলমে শিখেছি।