
গাছ লাগাই পরিবেশ বাচাই
বৃক্ষ মানুষের পরম বন্ধু, পরিবেশের অমূল্য সম্পদ। প্রাকৃতিক শোভাবর্ধনের পাশাপাশি বৃক্ষ মানুষের জীবনের আবশ্যকীয় মৌলিক চাহিদাও মিটিয়ে থাকে। সবুজ-শ্যামল বৃক্ষরাজি দূষিত বাতাসকে শোধন করে প্রাণিকূলকে বাঁচিয়ে রাখে। বৃক্ষ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বৃক্ষ বাতাসে জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে আবহাওয়াকে শীতল রাখে এবং বৃষ্টিপাতে সাহায্য করে।
লোটো এবং নবাবগঞ্জ সরকারি কলেজ এর যৌথ উদ্যোগে ০৮ জুলাই ২০২৪ কলেজ এর বাগান এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের সাথে উপস্থিত ছিলেন মান্যবর অধ্যক্ষ মহোদয়, গ্রুপ সম্পাদক স্যার, রোভার স্কাউট লিডার, সিনিয়র রোভার মেট ও অনেকে। আমাদের কার্যক্রম সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। মোট ১০ প্রজাতির গাছ রোপন করা হয় এবং বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা ও বৃক্ষের যত্ন নেওয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। আনন্দ মূখর পরিবেশে আমাদের কার্যক্রম শেষ হয়।
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও সুরুল সম্পর্কে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। অধিক হারে বৃক্ষরোপণ করে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এ অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে হবে সকলকে। দেশ ও জাতির কল্যাণে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ অভিযানকে জোরদার করতে হবে। তবেই মৃত্তিকাবৃক্ষ সবুজের সমারোহে ভরে ওঠবে, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত হবে এবং বৃক্ষের শোভা সকলের চোখ জুড়াবে দেহ ও মনকে রাখবে সজীব ও প্রশান্ত।