একটি খাবার,একটি হাসি

আমাদের চারপাশে অনেক মানুষ প্রতিদিন না খেয়ে থাকে বা পর্যাপ্ত খাবার পায় না। “কেউ যেন ক্ষুধার্ত না থাকে” – এই স্বপ্ন থেকেই আমাদের উদ্যোগ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG Goal 2: Zero Hunger) প্রতি দায়বদ্ধতা থেকে আমরা ৬ জন মিলে ৩ দিন ধরে ২০০ জন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। এই কাজের মাধ্যমে আমরা শুধু ক্ষুধা নিবারণই নয়, সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তাও ছড়িয়ে দিতে চেয়েছি।

আমরা ৬ জন মিলে দল গঠন করি এবং দায়িত্ব ভাগ করে নিই। প্রতিদিন নির্দিষ্ট এলাকায় গিয়ে প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করি। মোট ৩ দিন ধরে এই কার্যক্রম চলে। খাবার সংগ্রহ, প্যাকেট করা ও বিতরণের কাজ আমরা সমন্বিতভাবে করি। প্রতিদিন সকালেই পরিকল্পনা ঠিক করে বিকেলে বিতরণ সম্পন্ন করি। আমাদের লক্ষ্য ছিল সুশৃঙ্খলভাবে সবার কাছে পৌঁছানো এবং “একটি খাবার, একটি হাসি”—এই বার্তাটি বাস্তবে রূপ দেওয়া। মানুষের যেন কোনো লজ্জা না লাগে, তাই আমরা যতটা সম্ভব কম ছবি তোলার চেষ্টা করেছি।

এই কার্যক্রম থেকে আমরা শিখেছি দলগত কাজের গুরুত্ব কতটা গভীর। সঠিক পরিকল্পনা ও সহযোগিতা ছাড়া বড় কোনো উদ্যোগ সফল হয় না। আমরা উপলব্ধি করেছি, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবিক কর্তব্যও বটে। স্বল্প প্রচেষ্টা দিয়েও সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। এছাড়া আমরা বুঝেছি, প্রচারণার চাইতে মানুষের সম্মান ও স্বস্তি রক্ষা করাই সবচেয়ে মূল্যবান।

Started Ended
Number of participants
5
Service hours
18
Beneficiaries
600
Location
Bangladesh
Topics
Humanitarian action
Youth Engagement
Health lifestyles

Share via

Share