Profile picture for user md samiul hasan
Bangladesh

ভালোবাসার ইফতার – অসহায় মানুষের পাশে স্কাউট

রমজান মাসে অনেক অসহায় মানুষ ইফতারের সময় না খেয়ে থাকে। এই কষ্টটা খুবই মানবিকভাবে নাড়া দেয়। তাই আমাদের টিম সিদ্ধান্ত নেই কিছু ইফতার তৈরি করে সেইসব রাস্তায় বসে থাকা অসহায় মানুষের মাঝে বিতরণ করবো। আমরা বিশ্বাস করি, ছোট্ট ভালোবাসাও কারও মুখে হাসি ফোটাতে পারে।
প্রথমে আমাদের স্কাউট সদস্যরা নিজেদের অর্থ ও সাহায্য দিয়ে ইফতারসামগ্রী কিনে আনে (খিচুড়ি, ডিম, পানি ইত্যাদি)। এরপর আমরা একসাথে বসে তা রান্না ও প্যাকেট করি। পরে শহরের রাস্তার পাশে থাকা গরিব, অসহায় মানুষের মাঝে গিয়ে আমরা হাতে হাতে ইফতার পৌঁছে দিই।
এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখেছি কীভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয় এবং সাহায্য করতে গিয়ে কতটা তৃপ্তি পাওয়া যায়। এছাড়া সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আমাদের সচেতনতা বেড়েছে।
Number of participants
17
Service hours
6
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Humanitarian action
Healthy Planet

Share via

Share