Profile picture for user md nice ahmmed joy
Bangladesh

বৃক্ষ রোপণ কর্মসূচি

গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য।দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে। তাই পরিবেশকে বাঁচাতে বৃক্ষ রোপণের উদ্যোগ।

রাজশাহী জেলা রোভারের পক্ষ থেকে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি প্রণয়ন করা হয়।সেখানে র‍্যালি ও আলোচনা সভার পর আমরা সকলে বৃক্ষ রোপণ করি যথাযথভাবে।তারপর সেটাতে পর্যাপ্ত পরিমাণ পানি দেই।

ভারসম্য রক্ষার জন্য বৃক্ষ রোপণ অতীব জরুরি। জীব জগৎকে সঠিকভাবে টিকিয়ে রাখতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে।

Number of participants
1
Service hours
4
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity

Share via

Share