বন্যা কবলিতদের মাঝে খাদ্য বিতরণ ।

কুমিল্লা এবং ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলস্তর বৃদ্ধির কারণে কুমিল্লা ও ফেনীর অনেক এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। বন্যার পানিতে আটকা পড়া এবং পুষ্টিকর খাবারের অভাবে অসহায় অবস্থা দেখে আমি একজন স্কাউট হিসেবে দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি।
আমার দলের সদস্যদের সাথে আমরা বন্যাদুর্গত শিশুদের পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা প্রায় ২৫০ জনকে স্থানীয়ভাবে তৈরি করা খিচুড়ি রান্না করে বিতরণ করেছি । পাশাপাশি, আমরা এই কর্মসূচি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।
আমি বুঝতে পেরেছি যে সেবার আসল অর্থ হল সবচেয়ে বিপজ্জনক সময়ে মানুষের পাশে থাকা। যারা পানিতে জীবন-মরণের লড়াইয়ে লিপ্ত তাদের পাশে দাঁড়ানো এবং অল্প পরিমাণে খাবার বিতরণ করা মানে তাদের বেঁচে থাকার জন্য নতুন আশার আলো দেখানো। যখন আমি সেই অসহায়দের মুখে স্বস্তি এবং আশার ছোঁয়া দেখি, তখন আমার মনে হয় আমার সেবা সার্থক হয়েছে।
Started Ended
Number of participants
14
Service hours
30
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Humanitarian action
Communications and Scouting Profile
Interpersonal skills

Share via

Share